মোঃ ওবায়দুর রহমানঃ সরকারের বেতনভোগী অধীনস্ত কর্মচারীকে বাঁচাতে গিয়ে সরকারের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করলেন সদ্য অবসরে যাওয়া দিনাজপুর জেলা রেজিষ্টার রণজিৎ কুমার সিংহ।
‘দুর্নীতির স্বর্গরাজ্য দিনাজপুর সদর সাব রেজিষ্ট্রী অফিস’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা প্রশাসক মহোদয় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন জেলা রেজিষ্টারকে। কিন্তু জেলা রেজিস্ট্রার জেলা প্রশাসনের নির্দেশনাকে উপেক্ষা করে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছেন বলে উক্ত পত্রিকার সাংবাদিকদের জানান এবং সে হিসাবে উপযুক্ত প্রমাণাদিসহ উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করেন। নোটিশ অনুযায়ী সুনির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে খাস জমি রেজিষ্ট্রী করে দেয়ার ১২টি দলিলের ফটোকপি প্রদান করা হয়। দলিল নম্বরগুলো হচ্ছে-১৪৪৩৩, ১৭৫৭৭, ১৮৯৪৬, ৮৪৯৬, ৪০৩৯, ৫৩৭৩, ৮৭২৩, ১৭০৮০, ১২৪২৮,১৮৩২ । এছাড়া আরো দুটি দলিলের ফটোকপি প্রদান করা হয়েছে যা সম্পন্ন হয়েছে ০১/০২/২০১১ এবং ১০/০২/২০১১ তারিখে ক্রেতা মোঃ গোলাপ হোসেন এবং তরিকুল ইসলাম তরু বিক্রেতা জাহিদ কামাল সউদ এবং সাইফুল ইসলাম।
তাকে জানানো হয়, ১৪৪৩৩ নম্বর দলিলটি সম্পন্ন হয়েছে ০৭/০৯/১৯৬৬ সালে। দলিল গর্ভ থেকে জানা যায়, উক্ত আজি মহাম্মদ তখনকার ডেপুটি কমিশনার জয়েন্ট ডেপুটি কমিশনার রেভিনিউ ডেপুটি কমিশনার হতে পত্তন গ্রহন করেন ১৩৭০ হতে ১৩৭৯ সাল পর্যন্ত সময়ের জন্য। উক্ত পত্তনের স্বীকার ও অঙ্গীকারের মধ্যে স্পষ্ট উলেখ রয়েছে যে, ‘উক্ত জমি ক্ষরগবরাদি দিয়া রীতিমতভাবে চাষ আবাদপূর্বক যখন যা উৎপন্ন করার দরকার তাহা উৎপন্ন করত কোথায়ও রাখিতে পারিবনা। জমির সীমানা শহরাদ্দ বৈদ্যৎ রাখিব কোন পরিবর্তন বা পরিবর্ধন করিতে পারিবে না। জেলা প্রশাসক মহোদয় যে জমা বা শষ্য জমা নির্ধারণ করিয়া দিবেন তাহা নিযুক্ত কর্মচারীর মাধ্যমে শীলযুক্ত রশিদে বা দাখিলার নির্ধারিত সময় আদায় দিতে বাধ্য থাকিবে। সেখানে পাকা বা কাঁচা কোনপ্রকার বসতবাড়ী নির্মাণ করতে পারবেন না। উক্ত কব্যুলিয়্যত এ সুষ্পষ্টভাবে উলেখ রয়েছে এই জমি কোনপ্রকার হস্তান্তর বা দায়বদ্ধ করিতে পারিবে না। যদি করে উহা বাতিল বলিয়া গণ্য হবে এবং বিনা নোটিশে সরকার খাস করিয়া লইতে পারিবে। কিন্তু রেজিষ্ট্রী অফিসে খাস জমি নিয়ে চলছে বিধান লঙ্ঘনের মহোৎসব। তারা মোটা অঙ্কের বিনিময়ে খাস জমি রেজিষ্ট্রী দিচ্ছে। তাকে উক্ত পত্তন গ্রহীতা আজি মহাম্মদ কব্যুলিয়্যত দলিল সম্পাদন করার পর মাত্র ২ (দুই) মাস পরই পুরো ৩৩ শতক জমি রেজিষ্ট্রী করে দেন তজদিল হোসেন এর কাছে। যার দলিল নং ১৭৫৭৭। শুরু হয়ে যায় খাস জমি রেজিষ্ট্রীর হোলি খেলা। কোন আইনবলে রেজিষ্ট্রী করে দিলেন তার কোন জবাব নেই। রেজিষ্টার সাহেব গাঁ বাচানোর জন্য বলছেন তাদের আমলে এগুলি রেজিষ্ট্রী হয়নি। তাহলে ৫৩৭৩ ও ৮৭২৩ নম্বর দলিলদুটো রেজিষ্ট্রী করেছেন কে তা পরীক্ষা করলেই বুঝা যাবে যা ১০/০৬/২০১৪ ও ১৭/০৯/২০১২ তারিখে সম্পন্ন হয়েছে।
উপরোক্ত খবরের প্রেক্ষিতে জেলা রেজিস্ট্রার দিনাজপুর লোক দেখানো একটি তদন্ত কাজ পরিচালনা করেন। যদিও জেলা প্রশাসকের নির্দেশ ছিল বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার। দীর্ঘদিন অপ্রয়োজনীয় কালক্ষেপণের পর তিনি অবসরে যাওয়ার মুহুর্তে তড়িঘড়ি করে ঐ তদন্ত রিপোর্ট (?) প্রদান করেন। তাতে সাপ্তাহিক চেহেলগাজী পত্রিকার নির্বাহী সম্পাদকের সাক্ষ্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দলিল ১৭৫৭৭ নং দলিলের দাতা আজি মোহাম্মদ, দলিল নং ১৮৯৪৬ এর দাতা তজদিল হোসেন, দলিল নং ৮৪৯৬ এর দাতা তোফাজ্জল হোসেন, দলিল নং ৪০৩৯ নং দাতা জাহিদ কামাল সউদ দলিল নং ৬১৮ এর দাতা জাহিদ কামাল সউদ এবং দলিল নং ১৬৫২ এর দাতা আশরাফুজ্জামান ভূয়া নন মর্মে বলা হয়েছে। কিন্তু বাস্তবতা কি তাই? আসলে নির্বাহী সম্পাদক মোঃ ওবায়দুর রহমান যা বলেছিলেন তা হলো, একজন মানুষ হিসাবে দাতা গ্রহীতারা ভূয়া নন। কিন্তু উপরোক্ত দলিলগুলো সব বেআইনী এবং ভূয়া। যেহেতু দাতারা জমির মালিক নন সেহেতু জমি তাদের নয় সেহেতু জমি বিক্রির অধিকার তাদের নাই। এ কারণে তারা ভূয়া বা জাল। ভারপ্রাপ্ত সম্পাদক শেখ আবুল হাসানাত তার সাক্ষ্যে বলেন, জেলা রেজিস্টার বরাবর দেয়া লিখিত অভিযোগের হুবহু তার বরাবর দেয়া হয়। সেটিই তিনি খবরের সাথে সংযুক্ত করেছেন। জেলা রেজিস্টারের উচিৎ ছিল উক্ত অভিযোগকারীর সাথে কথা বলার। কিন্তু তিনি তা কার্যতঃ করেননি। বক্তব্যকে মোচড় দিয়ে তিনি ইচ্ছামত সাজিয়েছেন। যা আসলে অধস্তন কর্মকারীকে বাঁচানোর অপচেষ্টামাত্র। জেলা রেজিস্টার বলেছেন, উপস্থাপিত দলিলগুলোতে তিনি বেআইনী কিছু দেখছেন না। কোন পরিস্থিতিতে এবং কেন একজন জেলা পর্যায়ের কর্মকর্তা সরকারী খাস জমি বেচাকেনায় (যা সম্পূর্ণ বেআইনী) কোন আইন অমান্যের বিষয় দেখতে পেলেন না তা তিনি উলেখ করেন নি। তবে এর মাঝে উৎকোচের বিষয়টি সহজেই অনুমান করে নেয়া যায়।
পূর্বের খবরে বলা হয়েছিল, সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে হলে দলিল প্রতি প্রদান করতে হয় ২ হাজার টাকা করে ঘুষ। ক্ষেত্র বিশেষে আরো বেশী। তবে দুর্নীতির এখানেই শেষ নয়। বরং তা আরো বিস্তৃত। প্রাপ্ত অভিযোগে জানা যায়, দিনাজপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে সরকারী খাস জমিসহ ব্যক্তি মালিকানাধীন জমি ভূয়া দাতা দেখিয়ে রেজিস্ট্রি করা হচ্ছে অনায়াসে। সরকারী খাস জমি এ যাবৎ এই সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছে এক ডজনেরও বেশী। দৃষ্টান্ত হিসাবে বলা যায়, আজি মহাম্মদ ১৩-১০-৬৬ তারিখে ১৪৪৩৩ নং দলিলমূলে সরকারের কাছ থেকে পত্তন গ্রহণ করেন ৩৩ শতক জায়গা। যা বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয়। কিন্ত তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ১২-১২-৬৬ তারিখে ১৭৫৭৭ নং দলিলমূলে তজদিল হোসেন পিতা নূর মহাম্মদ সাং মহতুলাপুর, সদর, দিনাজপুর এর নিকট তা বিক্রি করে দেন। উক্ত তজদিল হোসেন আবার ০২-০৮-৮৪ তারিখে ১৮৯৪৬ নং কবলা দলিলমূলে বিক্রি করে দেন তোফাজ্জল হোসেন পিতা ডাঃ তসির উদ্দীন সাং খামার ঝাড়বাড়ী, কোতয়ালী দিনাজপুর এর নিকট। উক্ত তোফাজ্জল হোসেন আবার মোঃ জাহিদ কামাল সউদ পিতা সহিদুল ইসলাম, সাং মাহুতপাড়া, সদর দিনাজপুরের নিকট ৮৪৯৬ নং দলিলমূলে .১১২৫ একর জায়গা হেবা ঘোষণা দলিল সম্পাদন করে দেন এবং মাইনুল ইসলাম ও সুলতানা কামালের নিকট ৪০৩৩ নং কবলা দলিলমূলে .০৬ একর জায়গা বিক্রি করে দেন। মোঃ জাহিদ কামাল সউদ আবার কসবা পুলহাট নিবাসী মোঃ গোলাপ হোসেন পিতা মোঃ গোলাম মোস্তফার নিকট .১১২৫ একর জায়গা বিক্রি করে দেন। মাইনুল ইসলাম ও সুলতানা কামাল আবার আশরাফুজ্জামানের নিকট .০৬ একর জায়গা বিক্রি করে দেন। আশরাফুজ্জআমান আবার .০৩ একর জমি মোঃ রফিকুল ইসলাম এবং তার স্ত্রী সুলতানা সিদ্দিকার নিকট বিক্রি করে দেন।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, সাব রেজিস্ট্রি অফিসের পেশকারদের কাঁধে ভর করে সদর সাব রেজিস্ট্রার এই দুর্নীতি এবং অনিয়ম চালিয়ে আসছেন। এই অবৈধ আয়ের সিংহভাগ ভক্ষণ করেন জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার। বাকি টাকা ভাগবাটোয়ারা হয় সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের মধ্যে। ঐ টাকার সামান্য কিছু অংশ অন্যান্য কর্মচারীদের মধ্যে বিলি বন্টন করেন পেশকার। বাকিটা তিনি একাই খান।
খাস জমি রক্ষায় জেলা প্রশাসক মহোদয়ের মহতী উদ্যোগ মিথ্যা তদন্ত রিপোর্টের মাধ্যমে ভেস্তে দিল সদ্য অবসরে যাওয়া জেলা রেজিষ্ট্রার রণজিৎ কুমার সিংহ। তাই পুনরায় সৎ ও ধার্মিক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার অনুরোধ করেছেন সচেতন নাগরিক সমাজ।
বার্তা প্রেরক
মোঃ ওবায়দুর রহমান
মোবাঃ ০১৭৮৬৮২১১১১