সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘খুনিদের আড়াল করতে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিদের আড়াল করতে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সরকারের নির্দেশে দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের নির্দেশনা ছাড়া দেশের কোনো কিছুই ঘটা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বিএনপির অপরাধ, বিএনপি সত্য কথা বলে ও প্রকৃত খুনিদের শাস্তির দাবি করে।’

এ সময় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।