দিনাজপুর প্রতিনিধি : অবেশেষে অবহেলিত হাজার হাজার মানুষের স্বপ্ন পুরণ হলো খুনিয়ডাঙ্গা-আমডুঙ্গি হাটের পাকা রাস্তা করণের মধ্য দিয়ে।
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউনিয়নের খুনিয়া ডাঙ্গা থেকে আমডুঙ্গি হাটের রাস্তাটি পাকা করণ না হওয়াতে হাজার হাজার মানুষের ব্যবসা-বানিজ্য, শিক্ষা-স্বাস্থ্য সহ যোগাযোগ ব্যবস্থা অচল অবস্থায় বিরাজ করছিল। সংশিষ্ট বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষের নিকট বার বার আবেদন করেও সুফল পায়নি এলাকাবাসী। অবশেষে এগিয়ে এলেন সাবেক এমএনএ মরহুম নুরুল হুদার পুত্র বিশিষ্ট সমাজ সেবক, ব্রীজ মাষ্টার নামে যিনি সর্বক্ষেত্রে পরিচিত মোহাম্মদ আলি চৌধুরী (বাদশা চৌধুরী)। তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ২০০০ সালে প্রধান প্রকৌশলী এলজিইডি বরাবর আবেদন করে তৎবির শুরু করেন পাকা রাস্তার জন্য। ২০০১ সালে অনুমোদন হলে ময়দা মিল হতে হিন্দুপাড়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকা হয়ে কাজ বন্ধ হয়ে যায়। বাদশা চৌধুরী ২০১০ সালে পূণরায় নির্মাণ কাজ চালুর জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করে এবং তৎবির শুরু করলে ২০১২ সালে ২ কিলোমিটার রাস্তা নির্মাণকাজ সমাপ্ত হয়। গতকাল বাকি ১ কিলোমিটার রাস্তা পাকা করণের কাজ সমাপ্ত হয়। বাদশা চৌধুরী ইতিপূর্বে নিজ উদ্যোগে জাফরজপুর বৃহত ব্রীজ, গ্রথ ষ্টেশন, যমুনা শাখা নদীতে প্রতিরক্ষা বাধ নির্মান এবং জাফরজপুর বৃহত ব্রীজের এপ্রোজ রোড নির্মানের জন্য ০.২৯ একর জমি স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক অধিকরণ করানো হয়।