উত্তর কোরিয়ায় খ্রিষ্টধর্ম প্রচার করতে গিয়ে আটক হয়েছেন একজন অস্ট্রেলীয় ধর্মপ্রচারক। ৭৫ বছর বয়সী জন শর্টের কাছ থেকে খ্রিষ্টধর্ম প্রচার সংক্রান্ত বইপত্র উদ্ধারের পর তাকে পিয়ংইয়ং থেকে আটক করা হয়েছে বলে তার স্ত্রী জানিয়েছেন। জনের সঙ্গে উত্তর কোরিয়া সফরকারী চীনা খিষ্টান ওয়াং চং অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে তিনি ও জন একটি বৌদ্ধমন্দির পরিদর্শনে যান। সেখানে জন যীশুখ্রিষ্টের উপদেশাবলীর একটি কপি রেখে আসেন। এরপরপরই তাকে আটক করা হয়। জনের স্ত্রী কারেন হংকংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, কোরীয় ভাষায় অনুদিত (খ্রিষ্ট)ধর্মীয় বইপুস্তক সঙ্গে নিয়ে কাজ শুরু করার মুহূর্তে তার স্বামীকে আট করা হয়েছে। উত্তর কোরিয়ায় অস্ট্রেলিয়ার কোনো কূটনৈতিক মিশন নেই; তবে সিউলস্থ অস্ট্রেলীয় দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, তিনি এ বিষয়ে বিসত্মারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ওই মুখপাত্র বলেন, জন শর্টের অবস্থা জানার জন্য তিনি পিয়ংইয়ংয়ের সুইডিশ দূতাবাসে যোগাযোগের চেষ্টা করছেন। উত্তর কোরিয়ায় আটক অস্ট্রেলীয় খ্রিষ্টধর্ম প্রচারক জন শর্ট হংকংয়ে বসবাস করতেন। সেখানে খ্রিষ্টধর্ম বিষয়ক বই-পত্র প্রকাশের জন্য তার একটি প্রকাশনা সংস্থা রয়েছে। জনের স্ত্রী বলেছেন, এটি ছিল পিয়ংইয়ংয়ে তার স্বামীর দ্বিতীয় সফর। বৌদ্ধ অধ্যুষিত উত্তর কোরিয়ায় খ্রিষ্টধর্ম প্রচার নিষিদ্ধ এবং দেশটির কর্তৃপক্ষ এর আগে বহু মিশনারিকে গ্রেফতার করেছে।