
নৃত্যের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্য উৎসবের আয়োজন করেছে। রোববার থেকে জাতীয় নাট্যশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ উৎসবের সূচনা হয়।
শুধুমাত্র বিভাগ পর্যায় ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকেও অংশগ্রহণ করে অর্ধশতাধিক নৃত্যদল। শিল্পচর্চার মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে গণজাগরণের মধ্য দিয়ে নৃত্যদলগুলোকে পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন।
৬ দিনব্যাপী গণজাগরণের নৃত্য উৎসবে দেশের ৬৭ টি নৃত্য দল অংশগ্রহণ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবে আরও ৪ টি নৃত্যদল।
জাকজমকপূর্ণ এ নৃত্য উৎসবের উদ্বোধনী দিনেও ছিল বিভিন্ন দলের পরিবেশনা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব সালাহউদ্দিন আহাম্মদ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
নৃত্য উৎসব আয়োজন অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। নৃত্য উৎসব সকলের জন্য উন্মুক্ত।