
গণতন্ত্রের দাবিতে হংকংয়ের বিক্ষোভকারীরা ৪র্থ দিনেও তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। গত রবিবার রাতে এবং সোমবার সকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় এ আন্দোলন আরও জোরদার হয়েছে। যদিও পরে সেখান থেকে দাঙ্গা পুলিশ তুলে নেয়া হয়। চীনের এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলে পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় চীনা কর্তৃপক্ষের ভেটো দেয়ার পরিকল্পনা তুলে নেয়ার দাবিতে এবয় গণতন্ত্রের জন্য লড়াই করতে তারা এখন দৃঢ় প্রতিজ্ঞ।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, তারা গভীরভাবে হংকংয়ের পরিস্থিতির পর্যবেক্ষেন করছে। রাতের বেলায় রাস্তায় বিক্ষোভকারীদের এবং কর্তৃপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। অপরদিকে হোয়াইট হাউসও একই সাথে বিক্ষোভকারীদেরকেও শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জস আরনেস্ট বলেন, হংকংয়ের মানুষের আকাঙ্ক্ষাকে ওয়াশিংটন সর্মথন জানিয়ে এসেছে। তিনি বলেছেন, এটা সত্যি যে হংকংয়ের মত বিশ্বের সব খানেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘মৌলিক স্বাধীনতাকে’ সর্মথন করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র হংকংয়ের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছে তারা যেন বিক্ষোভকারীদের তাদের দৃষ্টিভঙ্গি শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে দেয়।
ব্রিটেন বলছে, হংকংয়ের সমৃদ্ধি এবং নিরাপত্তা তাদের অধিকার ও স্বাধীনতার দ্বারাই জোরালো হবে। এবং সেই অধিকারের মধ্যে বিক্ষোভ করার অধিকারও রয়েছে। এর আগে অবশ্য চীন কোন দেশের সর্মথনের ব্যাপার হুশিয়ারি দিয়ে বলেছে, এ অবৈধ আন্দোলনকে কোন দেশ যেন সর্মথন না দেয়। তবে সেখানকার পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে তারা কারও হস্তক্ষেপ চান না।
গণমাধ্যমে জানা যায়, ২০১৭ সালে তাদের পরবর্তী নেতা নির্বাচনে প্রার্থী পছন্দের ক্ষেত্রে চীনা কর্তৃপক্ষ যে সীমাবদ্ধতা তৈরি করেছে সেটাতেই মূলত ক্ষুব্ধ হয়ে উঠেছে তারা। হংকংয়ের রাস্তায় হাজার হাজার মানুষের এ বিক্ষোভ হংকং ও এর আশপাশের মূল পয়েন্টগুলোতে একরকম অচলাবস্থা তৈরি হয়েছে। ৪ দিনব্যাপী চলা এ বিক্ষোভ আন্তর্জাতিক মহল গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছে বলে জানাচ্ছে দেশটির সংবাদিকরা।