
গণতন্ত্রের দাবিতে হংকংয়ে গণতন্ত্রপন্থী ‘অকুপাই সেন্ট্রাল মুভমেন্ট’র নেতা বেনি টাই আজ রবিবার ভোরে আকষ্মিকভাবে গণঅসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। হাজার হাজার বিক্ষোভকারী এশিয়ার গুরুত্বপূর্ণ এ বাণিজ্য নগরীর কেন্দ্রস্থল হংকংয়ের সরকারি সদরদপ্তরের সামনে এ অসহযোগ আন্দোলনের প্রচারণায় নেমেছেন বলেও গণমাধ্যমে জানা গেছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় গণতন্ত্রপন্থী ছাত্ররা হংকংয়ের কেন্দ্রীয় এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি দপ্তরগুলো তছনছ করে। রাতভর ব্যাপক হাঙ্গামা চলাকালে শনিবার দিনের শুরুতে আন্দোলনাকারী ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। এতে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে অন্তত ৩০ জন আহত হন। এ সময় অন্তত ৬০ জন ছাত্র আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের এ গণগ্রেপ্তারের জের ধরে আন্দোলনের সমর্থনে হাজার হাজার হংকংবাসী ও গণতন্ত্রপন্থী ‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলনের কর্মীরা শনিবার রাস্তায় নেমে এসে অবস্থান নেয়। ৬০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করার একদিন পরই এ অসহযোগ আন্দোলনের ঘোষণাটি এলো।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ২০১৭ সালে পুরোপুরি গণতান্ত্র দিতে বেইজিং অসম্মতি জানানোর প্রতিবাদে ১ সপ্তাহ ধরে আন্দোলন শুরু করেছে হংকংয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবেই অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন অকুপাই সেন্ট্রাল মুভমেন্টের নেতা বেনি টাই। হংকংয়ের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে বাধা দেয়ার জন্য ব্যাপক প্রচার শুরু করেছে এ আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে বিক্ষোভকারীদের সরকারি সদরদপ্তর এলাকা ছেড়ে যেতে বলা হলেও তারা এলাকা ছাড়েনি। বরং মাত্র কয়েকজন প্রতিবাদকারীর মাধ্যমে যে বিক্ষোভের শুরু হয়েছিল, ছাত্রছাত্রীর ব্যাপক অংশগ্রহণের ফলে শনিবার সন্ধ্যায় তা বিরাট রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে তাদের। পরে অবশ্য বিক্ষোভকারীদেরকে হটিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশসহ মোট ৩০ জনের মত আহত হয়েছে।
গণমাধ্যমে জানা যায়, ২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে উওং এক লাখ ২০ হাজার প্রতিবাদকারীর নেতৃত্ব দিয়ে হংকংয়ের ওপর চীনের শিক্ষা পরিকল্পনা চাপিয়ে দেয়ার প্রচেষ্টা রুখে দিয়েছিলেন। এবারের সরকারি দপ্তর দখলের ডাকও দিয়েছিলেন উওং। হাজার হাজার প্রতিবাদকারীর শ্লোগানের মধ্যে ছাত্রনেতাদের মুক্তির দাবীও উচ্চারিত হচ্ছে। কিন্তু ব্যাপক এ প্রতিবাদের মধ্যেও অকুপাই আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র আন্দোলনকারীদের বিভক্তি লক্ষ্য করা গেছে। অসহযোগ আন্দোলনকারীরা তাদের আন্দোলন ছিনতাই করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্র আন্দোলনকারীরা। ১ অক্টোবর চীনের জাতীয় দিবসে অকুপাই আন্দোলনকারীদের অসহযোগ শুরুর পরিকল্পনা থাকলেও শনিবারের ঘটনার পর আন্দোলনের উত্তাপে বেনি টাই তা এগিয়ে আনেন। এক হাজার একশ বর্গকিমি আয়তনের এশিয়ার অর্থনৈতিক শক্তি কেন্দ্র হংকংয়ের লোকসংখ্যা প্রায় ৭২ লাখ ৩৫ হাজার।
প্রসঙ্গত সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংকে ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে ‘এক দেশ, দুই পদ্ধতি’ ফর্মুলায় চীনের অধীনে প্র্রায় স্বায়্ত্ত্বশাসন ভোগ করে আসছে হংকং। কিন্তু গত মাসে বেইজিং অবাধ নির্বাচনের মাধ্যমে অঞ্চলটির পরবর্তী নেতা নির্বাচনের খারিজ করে দিলে আন্দোলনের সূত্রপাত হয়। শুধু বেইজিংয়ের প্রতি অনুগত প্রার্থীদের মধ্যেই নির্বাচন সীমাবদ্ধ রাখতে চায় চীন। এতে গণতন্ত্রপন্থী ছাত্রদের গোষ্ঠি ‘স্কলারিজম’ ও বেনি টাইয়ের নেতৃত্বাধীন নাগরিক আন্দোলন ‘অকুপাই সেন্ট্রাল’ বেইজিংয়ের পরিকল্পনার প্রতিবাদে আন্দোলন শুরু করে।