
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য কনভেনশন আহ্বান করেছে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতাদের নিয়ে দিনব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এছাড়া বর্তমান ছাত্র নেতারাও এ কনভেনশনে অংশ নেবেন।’