
: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আওয়ামীলীগ পুলিশ দিয়ে জনগনের বাক রুদ্ধ করতে চায়। কিন্তু জনগণই সকল ক্ষমতার উৎস ‘। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। গণতন্ত্র ফিরিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো। জনগণের অধিকার আদায়ে পিছ-পা হব না।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এরশাদের উদ্দেশে তিনি বলেন, ‘জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করা আপনার মুখে শোভা পায় না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। মুক্তিযুদ্ধের সময় কোথায় যুদ্ধ করেছেন। ১৯৮২ সালে আপনি বন্দুকের নলের মুখে আবদুর সাত্তারের কাছ থেকে ক্ষমতা দখল করেন। সেই বন্দুক তো ১৯৭১সালে বাংলাদেশের পক্ষেতুলে নিলেনা।
তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সারা দেশে ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী দিনের আন্দোলনে দেশনেত্রীর (খালেদা জিয়া) আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের ‘বিসিএসে তোমরা লিখিত পরীক্ষাটা ভালো করে দাও, বাকি ভাইভা পরীক্ষাটা আমরা দেখবো’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওনার এ ধরনের বক্তব্য সংবিধান লঙ্ঘন করেছে।
ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলী, দক্ষিণের আহ্বায়ক আলী রেজা রিপন প্রমুখ।