দিনাজপুর প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (বাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত দিনাজপুর পৌরসভার অর্ন্তগত গণেশতলা (রায়সাহেবের বাড়ি) মহলার রেঁনেসা ক্লাব হলরুমে ‘‘মানাবাধিকার সচেতনতা সভা অনুষ্ঠিত।
উদ্বোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাডঃ সিরাজুম মুনিরা। বাল্য বিবাহ, যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০, হিন্দু বিবাহ রেজিষ্ট্রার আইন, ইভটিজিং বিষয় নিয়ে আলোচনা করেন বাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা এ্যাডঃ খুরশিদা পারভীন জলি। সভা পরিচালনা করেন প্যারা লিগ্যাল ফারজানা। সভায় রায়সায়েব বাড়ি মহলার নারীরা বিভিন্ন আইন বিষয় প্রশ্ন করলে আয়যোগবৃন্দ তার উত্তর দেন।