সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধার সাঘাটায় এক ব্যক্তির লাশ উদ্ধার

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ছিলমানেরপাড়া গ্রামে একটি বেগুন ক্ষেত থেকে শনিবার আনার আলী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, শুক্রবার বিকেলে আনার আলী বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন শনিবার সকালে এলাকার লোকজন বাড়ি সংলগ্ন ওই বেগুন ক্ষেতে আনার আলীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

 

সাঘাটা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ওই লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ঘটনাটি রহস্যজনক। লাশ ময়না তদমেত্মর জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

Spread the love