বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্যাপুরে এক তরুণীর লাশ উদ্ধার

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামে লিনা আখতার (১৮) নামে এক তরম্নণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লিনা ওই গ্রামের মৃত ঠান্ডা মিয়ার মেয়ে ও সাদুল্যাপুর গার্লস কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

থানার ওসি জিয়া লতিফুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় লিনা আখতার তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার রাতে যেকোন সময় বাড়িতে রাখা কিটনাশক পান করে সে আত্নহত্যা করে। সকাল ৬ টার দিকে তার লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। এ নিয়ে তার মা শিল্পী বেওয়া বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেন।

Spread the love