জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা
অবরোধ চলাকালে শনিবার গাইবান্ধার পলাশবাড়িতে ১৮ দলের নেতাকর্মীদের সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অমত্মত: ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়ে র্যাব ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশবাড়িতে দুপুর দেড়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে আটকা পড়া একটি যাত্রীবাহি বাস ও দুটি মাইক্রোবাস পার করছিল র্যাব ও পুলিশ সদস্যরা। এসময় সাথি সিনেমা হলের সামনে যানবাহনগুলোতে ভাঙচুর শুরু করে অবরোধকারীরা। র্যাবও পুলিশ সদস্যরা বাধা দিলে অবরোধকারীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে বলে জানান।
পরে পুরাতন হাইস্কুল এলাকায় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডল ও উত্তর বাসস্ট্যান্ড সংলগ্ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের ব্যক্তিগত চেম্বারের আসবাবপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয় ১৮ দলের কর্মীরা। পলাশবাড়ি থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের রয়েছে। র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে