জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা
গাইবান্ধা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবি সাবেক এপিপি শহরের হাসপাতাল রোডের বাসিন্দা এ্যাডভোকেট আলহাজ আকবর আলী প্রধান (৬২) মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বক্ষব্যাধি ইন্সটিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে জেলা বার চত্তরে প্রথম এবং বাদ যোহর ফকিরপাড়া শাহ বাঙ্গাল (রঃ) মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পৌর কবর স্থানে দাফন করা হয়। আকবর আলী প্রধানের মৃত্যুতে জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ-শামস আলম হিরু, জেলা বারের সভাপতি এ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসানুল করিম লাছু, বারের সিনিয়র এ্যাডভোকেট মো. জহুরুল ইসলাম মন্ডল তোতা মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম প্রধান, এ্যাডভোকেট আশরাফুল আলম রঞ্জু, এ্যাডভোকেট নিউটন, এ্যাডভোকেট আবদুস ছালাম সাদুল্যাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মন্ডল পলাশসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেন।