শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গাজায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে

Gazaফিলিস্তিনির ভূখণ্ড গাজায় উপত্যকায় ইসরায়েলের একতরফা বর্বর হামলার আজ বৃহস্পতিবার ১৭তম দিনে গড়িয়েছে। মানবতাবিরোধী বর্বতায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭১৫ জনেরও বেশি। ফিলিস্তিন অফিসিয়াল সূত্র জানিয়েছে, হামলায় ৫৬টি মসজিদ, ৪৬টি স্কুল ও  ৩টি হাসপাতাল এবং ৪৭৫ টি বসত বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া ২ হাজার ৬৪৪টি বাড়ির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র এ পর্যন্ত ৬৯৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এছাড়া ৪ হাজার ১০০ জন গুরুতর আহত অবস্থায় আছে বলে জানিয়েছে তারা।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলি হামলার স্বাধীন তদন্তের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। গতকাল বুধবার জেনেভায় এ ভোটাভুটি হয়। কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ২৯ সদস্য তদন্তের পক্ষে ভোট দেয়। অনেক ইউরোপীয় রাষ্ট্রসহ ১৭ সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকে। তদন্তের বিপক্ষে ভোট দেয়া একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। এর আগে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা নাভি পিল্লাই বলেন, ইসরায়েল ফিলিস্তিনির গাজায় যে হামলা চালাচ্ছে, তাতে দেশটি যুদ্ধাপরাধ করে থাকতে পারে।
এদিকে হামাসনিয়ন্ত্রিত ওই উপকূলীয় ভূখণ্ডটির ওপর বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলি ট্যাংকের হামলায় ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের ৬জন সদস্য রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছে তিন সহস্রাধিক ব্যক্তি। হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট নিক্ষেপের ‘পাল্টা পদক্ষেপ’ অভিহিত করে ৮ জুলাই ১৮ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।
ফিলিস্তিনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন ৩৭৮ বর্গকিলোমিটারের এ ভূখণ্ডটি বছরের পর বছর ধরে ইসরায়েলের অর্থনৈতিক অবরোধে মধ্যে রয়েছে। ইসরায়েলের পাশাপাশি মিশরও ইসরায়েলি অবরোধে সামিল হয়েছে। অর্থনৈতিক এ চাপের মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে হামাস সমর্থকদের ওপর ইসরায়েল দমননীতি চালানো শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠে ইসলামপন্থী কট্টর রাজনৈতিক দল হামাস। ইসরায়েলে রকেট নিক্ষেপ করে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করে দলটি।
এর জবাব হিসেবে ইসরায়েলি গোলন্দাজ ও নৌজাহাজগুলো থেকে ব্যাপক গোলাবর্ষণের মাধ্যমে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এতেও হামাসের রকেট নিক্ষেপ বন্ধ না হলে গত বৃহস্পতিবার থেকে গাজায় স্থল অভিযান শুরু করে দেশটি। হামাসের রকেট নিক্ষেপ বন্ধের কথা বলে অভিযান শুরু করলেও ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক ফিলিস্তিনি।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক তৎপরতা অব্যাহত আছে। গতকাল মিসরের এক কর্মকর্তা বলেছেন, ঈদ উপলক্ষে মানবিক কারণে সপ্তাহান্তে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। মানবিক কারণে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন হামাস নেতা খালেদ মিশেল। কিন্তু তিনি শর্ত দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির আগে গাজায় ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে।
ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের সর্বশেষ হামলার সূত্রপাত ৮ জুলাই। ইসরায়েলি তিন কিশোরকে সম্প্রতি অপহরণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই হামলা শুরু হয়। হামাসই ওই ঘটনা ঘটিয়েছে বলে মনে করে ইসরায়েল। তবে হামাস তা অস্বীকার করেছে। পরে ফিলিস্তিনি এক কিশোরকে একইভাবে হত্যা ও অপহরণের পর উত্তেজনা নতুন মাত্রা পায়। এরপর গাজা থেকে রকেট ছোড়া হচ্ছে, এমন দাবি তুলে ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ শুরু করে ইসরায়েল।