শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গিনিতে পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

Dathঈদ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় গিনির রাজধানী কোনাকরির উত্তরে রাতোমা সৈকতে অনুষ্ঠিত কনসার্টে পদদলিত হয়ে অন্তত ২৪ জন মারা গেছে। এ ঘটনায় আনেকে আহত হয়েছেন বলে আজ বুধবার গণমাধ্যমে জানা গেছে। নিহতদের মধ্যে ১৩ জনই নারী। এ ঘটনাকে বিয়োগান্ত নাটক আখ্যা দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে গিনির প্রেসিডেন্ট দফতর। দেশটির জনপ্রিয় র‌্যাপ ব্যান্ড ‘ইনস্টিংক্ট কিলার’সহ অন্যান্য শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন।
দেশটির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তিনি জানান,  ঈদ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোনাকরির উত্তরে রাতোমা সৈকতে ওই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।