পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘অনেক হাসি এইতো বেশ, সুস্থ সবল বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর গুড নেইবার্স কৃষি সমবায় সমিতি অফিস প্রাঙ্গণে এল জি ও গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে নিয়ামতপুর কৃষি সমবায় সমিতি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গুড নেইবার্স পীরগঞ্জ সিডিপি ম্যানেজার যোষেফ টুটুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জাল হোসেন, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান রণজিৎ কুমার রায়, পীরগঞ্জ প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক মোঃ মোকাদ্দেস হায়াত মিলন, সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোঞ্জন রায় ও গুড নেইবার্স হেড অফিসের শিশু ও মাতৃস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সবুর রাকসাম প্রমুখ।
দিনব্যাপী হেল্থ ক্যাম্পেইন এ উপকারভোগী আইডি ২০০ শিশুকে মশারি, টুথপেস্ট ও টুথব্রাশ এবং ২০ জন মায়ের চিকিৎসা সেবা, স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ প্রদান করা হয়।