
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গুপ্তহত্যা কখনো নির্বাচনের বিকল্প হতে পারে না। তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ভুল রাজনীতির জন্য বিএনপি সংসদ এবং রাজপথ দু’টিই হারিয়েছে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া তার ভুল রাজনীতি না ছাড়লে যুদ্ধাপরাধী জামায়াতের জায়গায় তার স্থান হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া একবারও গুপ্তহত্যাকারীদের বিচার চান নি। আর তার বিচার না চাওয়ার মাধ্যমে বোঝা যায়, কারা গুপ্তহত্যার সাথে জড়িত? জাতীয় সংলাপের বিষয়ে তিনি বলেন, আমরাও সংলাপ চাই। আর আপনাদের (বিএনএ) সঙ্গে সংলাপ শুরু হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, তবে জঙ্গীদের মদদদাতা বিএনপি ও জঙ্গীবাদী সংগঠন জামায়াতের সাথে আওয়ামী লীগের সংলাপ হতে পারে না। সুপ্রীমকোর্টের বার সমিতি মিলনায়তনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সম্মানে তৃণমূল বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট বিএনএ’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।