
রবিউল এহসান রিপন,ঠাকুরগাঁও প্রতিনিধি : নৈরাজ্য, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা ১৪ দল।
রবিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়েরে সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালিত হয়।
এ সময় জেলা আ’লীগের সাধারন সম্পাদক সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, ১৪ দলের নেতা এ্যাড ইমরান চৌধুরী, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।
বক্তারা বলেন, নৈরাজ্য, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যা বন্ধ করতে সকলকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে সরকারকে আরো কঠোর হওয়ার আহবান জানান। মানববন্ধনে সর্বস্তিরের মানুষ অংশ নেন।