বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

‘গুমের জন্য প্রধানমন্ত্রীকে নোবেল দেওয়া যায়’

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুমের ইতিহাস তৈরি করেছেন।‘এ পর্যন্ত বিএনপির ১৫০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। এ গুমের জন্য প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়া যায়।’

রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি প্রাক্তন আওয়ামী লীগার, আমি জানি কিভাবে জনসভায় মানুষকে একত্রিত করেন? পুরনো বাসে পেট্রোলবোমা কারা মারে তাও আমি জানি।’

তিনি আরও বলেন, “আপনি সোহরাওয়ার্দীর জনসভায় বলেছেন, ‘দেশের সকল মানুষ আপনার পক্ষে।’ কত মানুষ আপনার জনসভায় গিয়েছে? আপনি কী করে বুঝলেন, সকল মানুষ আপনার পক্ষে? আপনি কি খালেদা জিয়াকে সমাবেশ করতে দিয়েছিলেন? আপনার প্রতি চ্যালেঞ্জ রইল, পারলে খালেদাকে একটা সমাবেশ করতে দিন, তার পর এ সব বলুন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি ক্ষমতায় না থাকলে একটি রাষ্ট্রের ট্রানজিট, গ্যাস, তালপট্টিসহ কোনো কার্যসিদ্ধি হবে না। বেগম জিয়ার সঙ্গে সেই দেশের কোনো আপস চলবে না, তাই আপনি প্রধানমন্ত্রী।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সমন্বয়ক রুহুল আমিন গাজী, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, ভাইস চেয়ারম্যান রওশন আরা ফরিদ প্রমুখ।