শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গুমের সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে বিচার হবে : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমের সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার করবে।

রোববার বিকেলে নয়াপল্টনে ছাত্রদলের এক আলোচনা সভায় তিনি একথা বলেন

ছাত্রদলের ‘গুম হওয়া’ দুই নেতা সবুজবাগ থানার সভাপতি মাহবুব হাসান সুজন ও ২৮নং ওয়ার্ড সভাপতি কাজী ফরহাদ হোসেনের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিন এ সভার আয়োজন করে। এ সময় সুজনের স্ত্রী তানজিলা আক্তার ও তার দুই শিশু এবং ফরহাদের বোন কাজী খুরশিদা উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন দানা বেধে উঠেছে, তখন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ঢাকা মহানগরে ছাত্রদলের ২৮ নেতাকর্মীকে গুম করা হয়েছে।

এছাড়া নির্বাচনের আগে তিন মাসে ৩১০ জনকে খুন ও ৬৫ জনকে গুম করা হয়েছে । দেশে বর্তমান পরিস্থিতিতে কেউ নিরাপদ নয় বলে দাবি করেন তিনি ।

ছাত্রদলের নেতাকর্মীদের বিভেদ ভুলে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যারা হারিয়ে গেছে, তাদের রক্তকে সামনে রেখে শপথ নিতে হবে। তাদের ফিরিয়ে আনতে ও দায়ীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই সত্যিকার অর্থে তাদের প্রতি দায়িত্ব পালন করা হবে।’

সবুজবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের প্রাক্তন সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ছাত্রদলের বর্তমান সভাপতি রাজীব আহসান প্রমুখ।

Spread the love