
২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ‘গুম চক্রান্ত’র প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জাগপার কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা কামাল, নগর নেতা ফায়জুর রহমান, কবির হোসেন, যুব জাগপা নেতা শেখ ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম বাবলু, খুরশিদ আলম সুমন, জাগপা ছাত্রলীগের রাকিবুল ইসলাম রুবেল, শ্যামল চন্দ্র সরকার ও আবু নাঈম।