গুম-হত্যা-নির্যাতন করা হচ্ছে নেতাকর্মীদের। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাতে গুলশানে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ বিএনপিতে যোগদান করতে আসলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপিতে তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খালেদা জিয়া বলেন, লক্ষ্মীপুরসহ সারাদেশে সরকার তার আইনশৃঙ্খলা বাহিনী র্যাব-পুলিশ-ডিবির মাধ্যমে বিরোধী দলের নেতা কর্মীদের গুম-হত্যা ও নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। দেশব্যাপী এসব গুম-হত্যার দায় সরকারকেই নিতে হবে। একদিন তাদের জবাবদিহি করতে হবে।
রাত ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অর্ধ শতাধিক নেতা কর্মী নিয়ে বিএনপিতে যোগ দেন জাতীয় পার্টি নেতা মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর জেলা সভাপতি সাবেক সাংসদ আবুল খায়ের ভুইয়া, সাবেক সাংসদ রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।