রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে বেসরকারী শিক্ষকের বেতন ও বোনাস তুলতে না পেরে চরম বেকায়দায় পড়েছে

স্টাফ রিপোটার, গোদাগাড়ী উপজেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকের সেপটম্বর ও ঈদ ও পুজার বোনাসের টাকা তুলতে না পেরে চরম বেকায়দায় পড়েছে। শিক্ষা মন্ত্রানলয়ের চিঠি মোতাবেক চলতি মাসের ২৯ তারিখের মধ্যে স্পেটম্বর ও বোনাস তোলার শেষ দিন ছিল। কিন্তু গোদাগাড়ী উপজেলার সোনালী ব্যাংক প্রধান কাযালয়ের কর্মকর্তা ও ম্যানেজার নাসির হায়দার এর অক্ষতায় বেতন বোনাস তুলতে পারছেনা উপজেলার ১২টি কলেজ ৬২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০টি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী। গতকাল সোমবার সকালে স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষকের চেক নিয়ে বেতন তুলতে গিয়ে জানতে পারে যে ব্যাংকে টাকা নাই তার কারনে বেতন দেয়া যাবে না বলে জানিয়ে দিনে ব্যাংক ম্যানেজার নাসির হায়দার। উপজেলার মান্ডইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেতন ও বোনাসের চেক লিখে জমা দেয়। পরে তাকে জানানো হয় যে, ব্যাংকে টাকা না আসায় বেতন দিতে পারছেনা। বিকালে টাকা দেয়া হবে। বিকালে আবার চেক প্রদান করলে জানানো হয় যে, শুধু বেতন দেয়া হবে, বোনাস দেয়া হবে না। এদিকে উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্টানের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন যে, সোনালী ব্যাংকে বেতন ভাতা তুলতে গেলে ব্যাংকের কর্মকর্তারা নানা ভাবে হয়রানি করে। তারা আরো অভিযোগ করেন যে, কতিপয় ব্যাংক কর্মকর্তা অতিরিক্ত টাকার বিনিময়ে নীচে এসে টাকা লেনদেন করে। ফলে সাধারন শিক্ষকের মাসের পর মাস প্রতারিত হয়ে যাচ্ছে।

 

এদিকে উপজেলার গোদাগাড়ী কলেজের শিক্ষক রিপন জানান যে, কোন টাকা নষ্ট মনে হয়ে পরিবর্তন করতে চাইলে তারা না দিয়ে উল্টাপাল্টা কথা বলে, মনে হয় আমার তাদের নিকট ভিক্ষা নিতে এসেছি। অথচ বিধান রয়েছে গ্রাহক কে তার চাহিদামত নোট সরবরাহ করার। গত বৃহস্প্রতিবার উপজেলার এক কলেজ শিক্ষক টাকা গুছিয়ে রাখার জন্যএকটি রাবার ব্যান্ড চাইলে ক্যাসিয়ার তাকে নানা ভাবে গাল মন্দ করে।

 

উপজেলার গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের এক শিক্ষক জানান যে, সোনালী ব্যাংক গোদাগাড়ী শাখা অন লাইন হলেও গ্রাহকের কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। আগে হাতে হাতে চেক দিয়ে টাকা তুলতে যে সময় লাগত এখন তার থেকেও বেশী দেরী হচ্ছে। তবে তিনি জানান যে, সোনালী ব্যাংকের গোদাগাড়ী শাখাকে অন্যত্র স্থানন্তরিত করে দক্ষ জনশক্তি নিয়োগ কর সেবার মান বৃদ্ধি করা যেতে পারত।

এবিষয়ে গোদাগাড়ী শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার নাসির হায়দার টাকা কম থাকার কথা স্বীকার করে বলেন, সকালে অসুবিধা হলেও বিকালে শি্ক্ষকদের বেতনের টাকা দেয়া হয়েছে। বোনাস সর্ম্পকে কোন সিন্ধান্ত না থাকায় আমরা দিতে পারছি না।তবে আগামী কয়েকদিনের মধ্যে সিন্ধান্ত হলে বোনাস দিতে পারব। আরেক প্রশ্নের জাবাবে তিনি বলেন তার ব্যাংকে ১৪জন কর্মকর্তা ২জন কর্মচারী রয়েছেন এর মদ্যে ৯ জনই স্থানীয় উপজেলার বাসিন্দা। তাং২৯-০৯-১৪ইং?

 

মাইনুল ইসলাম

গোদাগাড়ী, রাজশাহী

০১৭১৮১৯৯১২২

Spread the love