সংসদ ভবনে আগামীকাল সকাল ১০টায় তিনি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।তিনি রংপুর-৬ আসন ছেড়ে দিয়েছেন।
এ সংক্রান্ত একটি চিঠি আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে চিঠিটি ইসি সচিবালয়ে নিয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার। ৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে জয়ী হন প্রধানমন্ত্রী।