
স্টাফ রিপোর্টার \ গোলকুঠি সরকারি প্রাঃ বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শহানা আখতার, ম্যানেজিং কমিটির সদস্য মমতাজ বেগম, সাকিনা তাবসুম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সৈয়দ আহাম্মেদ সিদ্দিক। মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, সাহসী এবং ঐন্দ্রজালিক নেতৃত্বে বাঙ্গালি জাতি পরাধিনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য্য। বাঙ্গালি পেয়েছে স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতিয় সঙ্গীত। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আসুন আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তার ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে ক্ষুধা ও দরিদ্রমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসাম্প্রদায়ীক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আত্ম নিয়োগ করি।