শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল সাময়িক বরখাস্ত

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার  উত্তরে মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেবেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ২৬জুন বিকেলে পরিচালনা কমিটির পূর্ব নিদ্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয় উন্নয়নে ব্যাপক আলোচনা হয়। বিদ্যালয় উন্নয়নে আলোচনা করতে গিয়ে আর্থিক বিষয় ও প্রধান শিক্ষকের দুর্ব্যবহারের বিষয়টি উঠে আসে। প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী বা অভিাবক, কোন বিষয়ে কথা বললে র্দুব্যবহার করেন। সর্বপরি তিনি প্রায় দুইলক্ষ টাকা ব্যাক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে প্রতিয়মান হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও সশি­ষ্ঠদের সাথে এহেন অসদাচরন ও বিদ্যালয় তহবিলের টাকা আত্মসাতের বিষয়ে তাকে কেন বরখাস্থ করা হবেনা তা জানতে চেয়ে কৈফিয়ৎ তলবসহ চাকুরী থেকে সাময়িক বরখাস্থ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির তাৎক্ষনিকভাবে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্থ করে সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানকে প্রধান শিক্ষকের সাময়িক দায়িত্ব প্রদান করা হয়েছে।