সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রিস উপকূলে পানিতে ডুবে ১৩ শিশুসহ ২২ শরণার্থীর মৃত্যু

গ্রিসের কালিমনস ও রোডস দ্বীপের উপকূলের অদূরে বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার পর্যন্ত পানিতে ডুবে কমপক্ষে ২২ শরণার্থীর মৃত্যু হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। তাদের মধ্যে ১৩ শিশু রয়েছে। এ ঘটনায় আরো ১৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। গ্রিসের বন্দর কর্তৃপক্ষ একথা জানায়।
আজ শুক্রবার সকালে কালিমনস উপকূল থেকে বন্দর কর্তৃপক্ষ ১৯ শরণার্থীর লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ৬জন নারী ও ১০ জন শিশু। এদিকে রোডসের দক্ষিণ উপকূলে অপর এক নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু ঘটে। এদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু।