
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রেপ্তার করে বিএনপির অগ্রযাত্রাকে থামানো যাবে না। দল গোছানোর চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আন্দোলন দমানোর নীল নকশা বাস্তবায়ন করা যাবে না। মাহবুব উল আলম হানিফের বক্তব্যের জবাবে তিনি বলেন, তাদেরই আগে নিজের চেহারা দেখা দরকার। কারণ তারা নিজেদের চেহারা আয়নায় দেখতে পায় না। এজন্য আবোল তাবোল বকছে। সোমবার জাতীয়তাবাদী যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্যাহ বুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, আন্দোলনের প্রক্রিয়া হিসেবে দল গোছানোর প্রক্রিয়া চলছে। কিন্তু বিএনপি যাতে দল গুছিয়ে আন্দোলনে যেতে না পারে সেজন্য যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আলালের দ্রুত মুক্তি দাবি করে তিনি বলেন, যুবদলের সভাপতিকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগ মুখের গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু আচরণে ফ্যাসিবাদী, স্বৈরাচারী।
ফখরুল বলেন, অবৈধ ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির উপর আঘাত হেনেছে। যুবকদের লালিত স্বপ্নকে আজ মরীচিকায় পরিণত করেছে। আমরা যাতে আন্দোলন না করতে পারি সেজন্য মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল ফাঁটানো হচ্ছে।