মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘাতকের হাত থেকে রক্ষা পায়নি নিষ্পাপ শিশু রাসেল-সতীশ চন্দ্র রায়

জিন্নাত হোসেন : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায় বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকের নির্মম হত্যার হাত থেকে রক্ষা পাননি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিষ্পাপ শিশু পুত্র শেখ রাসেল। শেখ রাসেল আজ বেঁচে থাকলে হয়তো দেশের কল্যাণে কাজ করতো।

২৪ অক্টোবর শনিবার দিনাজপুর এফপিএবি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫১তম জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় এ কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একেএম নুর-উন-নবী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল আজ শিশু-কিশোর, সুভবুদ্ধি-বোধসম্পন্ন মানুষের কাছে অনন্য ভালোবাসার নাম। অবহেলিত পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতিক হয়ে বাংলাদেশে বিস্তির্ণ জনপদে শেখ রাসেল আজ এইক মানবিক স্বত্তায় পরিণত হয়েছে। মানবিক চেতনা সম্পন্ন মানুষ শেখ রাসেলের বিয়োগ-বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোরদের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান নভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর শিক্ষা বোর্ড এর সচিব মোঃ আমিনুল হক সরকার, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল। দোয়ার মাহফিল পরিচালনা করেন ডাঃ শাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম লিটন।