শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় সিডরের ভয়াল স্মৃতি বিজড়িত ১৫ নভেম্বর আজ

ঘূর্ণিঝড় সিডরের ভয়াল স্মৃতি বিজড়িত ১৫ নভেম্বর। ২০০৭ সালের এ দিনে দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়েছিল স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। ওই দুঃসহ স্মৃতি আজো ভুলতে পারেনি স্থানীয় মানুষ। এ দিনে উপকূলের লাখো মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছিল।প্রাণ হারায় হাজার হাজার মানুষ। সহায়-সম্পদ ও স্বজনহারা মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠেছিল আকাশ-বাতাস।

সাত বছর আগের এ দিনে সিডরের তান্ডবে লন্ড-ভন্ড হয়েছিল দক্ষিণাঞ্চলের ৩০ জেলার দুই শতাধিক উপজেলা। বিধ্বস্ত হয় ৬ লাখ মানুষের বসতবাড়ি-ফসলের ক্ষেত। প্রাকৃতিক এই তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় সড়ক, নৌ, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগসহ আধুনিক সব অবকাঠামো।

সন্ধ্যা সাড়ে ৬ টায় সমুদ্র মাড়িয়ে উপকূলে ধেয়ে আসে সিডর। সঙ্গে ছিল তার ১২-১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসের তোড়।

সরকারি-বেসরকারি হিসেবে সিডরে ক্ষতিগ্রস্ত হয় ৩০ জেলার ২০০ উপজেলা। সরকারিভাবে মৃতের সংখ্যা বলা হয় ৩৩৬৩ জন।

তবে বেসরকারীভাবে মৃতের সংখ্যা আরো বেশী দেখানো হয়। বরগুনাসহ উপকূলের রাস্তাঘাট, সেতু-কালভাট, ঘরবাড়ি, গৃহস্থালি, গাছপালা, হাঁসমুরগি, স্কুল-কলেজ, মাদ্রাসা সব লন্ডভন্ড করে দেয় সিডর। দীর্ঘ ৭ বছর অতিবাহিত হলেও অনেকে এখনো স্বজন হারানোর ব্যথা ভুলতে পারেনি।

Spread the love