
মোঃ আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে এস এস সি ও দাখিল ২০১৬ ইং জি পি এ ৫ (এ পvস) প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে ২০১৬ ইং সালের এস এস সি ও দাখিল,পরীক্ষায় জি পি এ ৫ (এ পvস ) প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখছানা বেগম সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামিম হোসেন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা একাডেমি সুপারভাইজার ধীরাজ সরকার, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কমল কণ্ঠ, দিনাজপুর জেলার শ্রেষ্ঠ মাদরাসার সুপার মোঃ আলতাব হোসেন, দিনাজপুর জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনছার আলী খন্দকার। ৩৭ জন কৃতি ছাত্র-ছাত্রীদেরকে অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় ।