
মোঃ আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট দিনাজপুরঃ-দিনাজপুরের ঘোড়াঘাটে জিরো পয়েটে মাইক্রো চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পাঁচ বিবি থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলা বারকান্দ্রি-ঘোড়াঘাট উপজেলার জিরো পয়েট দেওগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে। গ্রামবাসির সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহিম বাদশা ঘোড়াঘাট উপজেলার বিলপাড়া গ্রামের মোঃ আমিনুর রহমানের মাইক্রো বাস চালক। রোববার রাত ১০ টায় মাইক্রোবাসে গ্যাস উঠানোর জন্য যায়। সোমবার সকালে স্থানীয়রা মাইক্রো বাসের মধ্যে রহিম বাদশার গলা কাটা লাশ দেখতে পেয়ে পাঁচ বিবি থানা পুলিশকে সংবাদ দিলে, পুলিশ ঘটনা স্থল থেকে মাইক্রোবাস সহ রহিম বাদশার গলা কাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী হাট দেওগ্রমের মোঃ শাহাদৎ হোসেন (সাদা) প্রধানের ছেলে আব্দুর রহিম বাদশা (৩০) । এব্যাপারে নিখিরা গ্রামের মোঃ সেলিম (৩০) কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ ।