
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর ঘোড়াঘাটে আগাম শুরু হয়েছে ঈদ কেনা কাটার ধুম। রমজান শুরু থেকেই চলছে ঈদ প্রস্ত্ততি। ঘোড়াঘাটের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সী তরুন-তরুণীরা ছোট বাচ্ছাদের পছন্দ মত কেনা কাটা করছে। ১৫ রমজানের পর থেকে ঈদ কেনাকাটার ভিড় লাগে তাই, আগাম কেনা কাটা শুরু হয়েছে। এবার দেখা যাচ্ছে রমজানের ১ ম থেকে কেনা কাটা শুরু হয়েছে। ক্রেতারা থান কাপড় নিয়ে দজির্র বাড়িতে দৌড়ঝাপ শুরু করেছে। মধ্যবৃত্ত ও নিম্ন আয়ের পরিবার সদস্যরা আগে ভাগে কেনা কাটা শুরু করেছে। শপিং মলে ক্রেতাদের দিনদিন ভিড় বেড়ে চলছে। প্রতিটি শপিং মলে নতুন নতুন পোষাক সাজিয়ে বা টাঙ্গিয়ে রেখেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে আনা হয়েছে রকমারী পোষাক। দোকান থেকে আরেক দোকানে ছুটে বেড়াছে ক্রেতারা। তবে দর্জি দোকানে সবচেয়ে বেশি ভির লক্ষ্য করা যাচ্ছে এবারে। এদিকে ঈদুল ফেতর কে সামনে রেকে সব ধরনের প্রস্ত্ততি সম্পন্ন করেছে পোষাক ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে দোকান সাজানো থেকে শুরু করে সব ধরনের কাজ সম্পন্ন করে ক্রেতাদের অপেক্ষায় প্রহর গুনছে দোকানীরা। নানা ডিজাইনের পরশা সাজিয়ে বসে আছে তারা। এবার ঈদে বেশি ক্রয় করতে দেখা যাচ্ছে শাড়ির মধ্যে সিলকের কাশমিরি, কাতান,ছলোয়ার কামিজজের মধ্যে শাহারা, লেহেঙ্গা, মাদরাজি, কিরন মালা, সবচেয়ে চাহিদা দেখা যাচ্ছে। উপজেরার রাণীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ রনি ও সাজু মিয়া জানান,গত বছরে ঈদুল ফেতর চেয়ে এবারে ক্রেতাদের আগাম ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে বিক্রি ভাল হওয়ার সম্ভবনা রয়েছে।