মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে আবারো ৬ টি গরু চুরি

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট, দিনাজপুর ঃ

দিনাজপুর ঘোড়াঘাটে আইন শৃঙ্খলার চরম অনতি ঘটেছে। উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ গরু চোর চক্র গত দুই সপ্তাহে বিভিন্ন গ্রাম থেকে ৩১টি গরু চুরি করে নিয়ে গেছে। ২২ জুলাই কানাগাড়ী গ্রামের আব্দুল মালেক অরো ৪ টি গরু,২৬ জুলাই মঙ্গলবার চোরেরা ফের উপজেলার কাজি সাহেব উদ্দেনের ২ টি গাভি চুরি হয়ে যায়। থেমে নেই গরু চুরি। মালিকরা রাত জেগে পাহাড়া দিয়েও গরু চুরি ঠেকাতে পারছেন না। পুলিশ গরু চোর চক্রের কাউকে গ্রেফতার বা চুরি যাওয়া গরু উদ্ধার করতে পারেনি। গত ৮ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৩১ টি গরু চুরি হয়েছে। অপর দিকে একই রাতে ওই সংঘবদ্ধ গরু চোর চক্র রঘুনাথপুর গ্রাম থেকে ২০টি গরু চুরি ট্রাক যোগে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর প্রতিরোধে চোরেরা গরু রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। বর্তমানে প্রত্যন্ত অঞ্চলে গরু চুরি আতঙ্ক বিরাজ করছে।