
মোঃ আনভীল বাপ্পি,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার বড়গলি আমবাগানে আসন্ন স্বরগীয় দূর্গাপূজা উপলক্ষে গত শুক্রবার সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় রঞ্জীত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিনা সরেন। বিশেষ অতিথি ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে ঘোড়াঘাট উপজেলা দূর্গাপূজা কমিটি সভাপতি কার্তিক চন্দ্র ও স্ব-স্ব দূর্গাপূজা কমিটির সভাপতি কানাই চন্দ্র সাহা, গোপাল চন্দ্র সাহা, তাপস কুমার অরুন, আদিবাসী নাগরিক কমিটির সভাপতি খুদিরাম মাহত।
এবারে ঘোড়াঘাট উপজেলায় ৩৬টি দূর্গা মন্ডবে আসন্ন দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনা শেষে এক বর্ণাঢ়্য র্যালী বের করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেছে।