সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেট কেনাবেচার সময় ৫৪ পিচ ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন উপজেলার বিন্যাগাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মাসুম (২৮), দক্ষিণ দেবীপুর গ্রামের মোখলেছের পুত্র মাফুজুর রহমান (২৫), কশিগাড়ী গ্রামের শফিকুলের পুত্র আঃ রউফ (২০), জয়রামপুর গ্রামের ওয়ারেছের পুত্র খোরশেদ (২২) ও একই গ্রামের মনদেলের পুত্র সাজু (২০)।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে বুধবার দিবাগত রাত ২টায় ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী আবুল বাশারের বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ। এসময় ইয়াবা ব্যবসায়ী আবুল বাশার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘোড়াঘাট থানার এসআই মাহিদুল ইসলাম জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী আবুল বাশারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫যুবকে ৫৪পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আবুল বাশার পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ওসি মোঃ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করেছে।