শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ঔতিহাসিক সাঁতাল বিদ্রোহ দিবস পালিত

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট,দিনাজপুর

ঘোড়াঘাটে ঔতিহাসিক সাঁতাল বিদ্রোহ দিবস পালত করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর ঘোড়াঘাটে ১৬১ তম ঔতিহাসিক সাঁত্তাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষে ইন্দুমোহন মার্ড়ীর সভাপতিত্বে বেলা ১১ টায় মারিয়ামপুর মিশন থেকে র‌্যালী বের হয়ে আদিবাসি একাডীমির শহিদ মিনারে পু®পমাল্য আরপন করা হয়। এর পর র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ঘোড়াঘাট নিবার্হী অফিসার হল রুমে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্বারক লিপি প্রদান করা হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন  ঘোড়াঘাট উপজেলা নিবাহী র্ককর্তা রোখসানা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাফে খন্দকার সাহাসা,উপজেলা মহিলা ভাইস চেয়ামাম্যান রসিনা সরেন। ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ মোঃ নুরুজ্জামান চৌধুরী,মারিয়ামপুর ধর্ম পল্লীর ইনচাজ রেভা শ্যামসন সরেন,জামলাল রবিদাশ প্রমুখ।

Spread the love