দিনাজপুরের ঘোড়াঘাটে আমেনা (১৪) নামের এক কিশোরী ধর্ষিত হয়েছে। গ্রাম্য শালীসে মিমাংসা না হওয়ায় অবশেষে এক সপ্তাহ পর থানায় এজাহার দাখিল করা হয়েছে। এজাহার দাখিলের এক সপ্তাহ অতিবাহিত হলেও থানা পুলিশ এজাহারটি রেকর্ড ভুক্ত করেনি। এজাহার সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার বিরি মাঝিয়ান গ্রামের দিন মজুর কিশোরী আনিছুর রহমানের কন্যা আমেনা (১৪) গত ২২মে বাড়িতে একা অবস্থান কালে একই গ্রামের বাবলু মিয়ার পুত্র গোলাম রব্বানী (২০) তাকে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এ সময় কিশোরীর চিৎকারে গ্রাম বাসী ঘটনাস্থলে আসলে লম্পট ধর্ষক গোলাম রব্বানী পালিয়ে যায়। এ ব্যাপারে জনৈক ইউপি সদস্য নুরুল ইসলাম (চিনি) মেম্বরের কাছে বিচার প্রার্থী হয়। গ্রামে একাধিকবার শালিস বসে। শালিসে মিমাংসা না হওয়ায় অবশেষে কিশোরীর মা রাহেনা বেগম বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি ধর্ষণ মামলার এজাহার দাখিল করেন এজাহার দাখিলের এক সপ্তাহ অতিবাহিত হলেও এজাহারটি রেকর্ড ভুক্ত করা হয়নি।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ