মোঃ আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট,দিনাজপুরঃ
দিনাজপুর ঘোড়াঘাটে সংঘবদ্ধ গরু চোর চক্র চক্রের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রত্যন্ত গ্রাম থেকে দিন ও রাতে ২৫ টি গরু চুরি হয়েছে। যার অনুমান মূল্য ২৮ লক্ষ টাকা। রাত জেগে পাহারা দিয়ে গরু চুরি ঠেকাতে পারছেনা মালিকরা। প্রতিনিয়ত গরু চুরি হওয়ায় কৃষকের মাঝে গরু চুরি আতংক দেখা দিয়েছে। জানা গেছে, সংঘবদ্ধ গরু চোর চক্র গত ৮ জুলাই সাত পাড়া গ্রামের সৈয়দ তারা মিয়ার একটি বোকন গরু প্রকাশ্য দিনের বেলায় মাঠ থেকে চুরি করে নিয়ে যায়। যার মূল্য ৩০ হাজার টাকা। ১২ জুলাই রাতে উপজেলার ঘাটপাড়া গ্রামের আয়নাল আলীর ২ টি গাভি ও ১ টি বকনা বাছুর চুরি, যার মূল,দেড় লক্ষ টাকা, ১৫ জুলাই রাতে রেজাউল করিম বুলুর ২টি ষাড় ও দুটি গাভি যার মূল্য আড়াই লক্ষ টাকা, ১৬ জুলাই সাত পাড়া গ্রামের দুলুর একটি গরু দিনের বেলায় মাঠ থেকে চুরি,মূল্য ৩০ হাজার টাকা, ১৬ জুলাই খোদাদাতপুর গ্রামের হায়দার আলীর ও তার ভাই আব্দুস সোবাহান এর ১১ টি গরু চুরি যার মূল্য ২০ লক্ষ টাকা, চোরেরা একই রাতে সিংড়া গ্রামের আপেল মিয়ার ২টি বিদেশী গাভি ও ২ টি বাছুর গরু চুরি হয়ে যায়, য়ার মূল্য ৩ লক্ষ টাকা। রামেশ্বর পুর গ্রামের মনছের চেীধুরীর দিনের বেলাই একটি বোকন বাছুর চুরি, মূল্য ২৫ হাজার টাকা। সংঘবদ্ধ গরু চোর চক্র এসব গরু চুরি করে ট্রাক যোগে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে প্রমান পাওয়া গেছে। সংঘবদ্ধ গরু চোর চক্র প্রায় ২ সপ্তাহ থেকে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে গরু চুরি করে আসছে। পুলিশ প্রশাসন ও স্থানিয় প্রশাসন এবং স্থানিয় জন প্রতিনিধি গন গরু চুরির ঘটনা অবগত ছিলেন।