ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলায় ভেলাইন গ্রামে গ্রাম ভিত্তিক ভিডিপির ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠনে নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন। গত ৩০ নভেম্বর রোজ রবিবার দুপুর ১২টায় ভেলাইন গ্রামে আব্দুল রাজ্জাকের উঠান প্রাঙ্গনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ ফজিলা খাতুনের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখসানা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েশ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম, ১নং বুলাকীপুর ইউপি সদস্য সদর উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন ১নং বুলাকীপুর ইউপির দলপতি লৎফর রহমান, দলনেত্রী জোৎস্নায়ারা বেগম, পালশা ইউপি দলপতি বাবুল আক্তার, মহিলা আনসার কমান্ডার সহ অত্র গ্রামের গণ্যমান্য মহৎ ব্যক্তি বর্গ । সমাপনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঘোড়াঘাট উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ একরামুল হক। অনুষ্ঠান শেষে ৩২ জন মহিলা ৩২ জন পুরুষ প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধান অতিথি সনদ প্রদান করেন।