শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

মঙ্গলবার সকাল ১২টায় ঘোড়াঘাট উপজেলা হলরুমে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ আবু হাফিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নির্বাচন কমিশনার নুরুজ্জামান তালুকদার, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলন, অবসর প্রাপ্ত সহকারি পুলিশ সুপার বরজাহান মিয়া, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কয়েস, আ’লীগের থানা সভাপতি মোফাজ্জল হোসেন প্রমূখ। উক্ত নির্বাচন কমিশনার মোঃ আবু হাফিজ নির্বাচনী ভোটর তালিকা তৈরীর বিভিন্ন ভেনু পরিদর্শন করে নতুন ভোটারদের সঙ্গে কথা বলেন।