
মো: ফরিদুল ইসলাম, ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে গত বৃহস্পতিবার প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের সামনে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন কর্মসূচী ও অসুস্থ্য গবাদি প্রাণীর বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সামছুজ্জামান , ভ্যাটেনারী সার্জন ডাঃ মোছাঃ রোমানা আক্তার, ভিএফএ মোঃ আঃ মতিন ইসলামসহ উপজেলা প্রাণী সম্পদ অফিসের সকল স্টাফ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এ কর্মসূচীর মাধ্যমে উপজেলার প্রায় ২শতাধিক গবাদি প্রাণীকে ভ্যাকসিনেশন প্রদান করা হয়। সফল ভোগীরা আগামীতে ও এধরনের কর্মসূচী বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তাদের অনুরোধ জানান ।