বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ট্রাক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৩

মো.মাহাবুর রহমান,বিরামপুর সংবাদদাতাঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোঃ আবু বক্কর (৭০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে-৩জন।

 

নিহত আবু বক্কর গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলার শালমারা গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র।

আহতরা হলেন একই উপজেলার পরি আওতা গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র আহম্মেদ আলী (৭০) আহম্মেদ আলীর স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম (৪০), মৃত এনোর পুত্র মোঃ আবুল (৬৫)।

 

সোমবার ভোর ৫টায় দিনাজপুর-বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট উপজেলা রাণীগঞ্জ বাজারের পূর্ব পাশ্বে কশিগাড়ী পল্লী বিদ্যুতের সামনে বগুড়াগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

 

ঘোড়াঘাট থানার ওসি মোঃ ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সিংড়া গ্রামের পীরের মাজার থেকে ওরস মাহফিল শেষে ভোরে বাড়ী ফিরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Spread the love