মোঃ ফরিদুল ইসলাম ষ্টাফ রিপোর্টার, ঘোড়াঘাট : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং শিংড়া তহশিল অফিসে তহশিলদার প্রহলদের ঘুষ বাণিজ্য এখন চরমে উঠেছে।
সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, তহশিলদার প্রহলদ নিয়মিত অফিস করে না। ব্যস্ত থাকেন জমিজমার খারিজসহ অন্যান্য কাজের বাণিজ্য নিয়ে। আর উপরমহলে সখ্যতা থাকায় প্রশাসনে তার অন্যরকম আধিপত্য। জমিজমার খারিজ ও পর্চা উত্তোলনসহ বিভিন্ন কাজে তাকে দিতে হয় মোটা অংকের টাকার ঘুষ। নতুবা জনগণ কে করা হয় ব্যাপক হয়রানি।
কুচেরপাড়া গ্রামের আববাস আলী বলেন, এখানে টাকা ছাড়া কোন কাজ হয় না তিনি আরো বলেন উপজাতিদের জমি বিক্রের তদমত্ম প্রতিবেদনের জন্য দিতে হয় তাকে মোটা অংকের টাকা আর খারিজ কেস প্রতি তাকে দিতে হয় (৩০০০/=)তিনহাজার টাকা মনে হয় যেন অফিসের ইটও ঘুষ চায়।
তিনি আরো বলেন, জমিজমার খারিজসহ বিভিন্ন কাজে গেলে বলা হয় অফিস পিয়ন ওবাইদুলের সাথে কথা বলার জন্য । এরপর চলে দামদর।