বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ধর্ষনের পর নজরবন্দি ধর্ষিতা। বিচারের নামে প্রহসন

মোঃ ফরিদুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার, ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে এক মহিলাকে পালাক্রমে ধর্ষন দালালরা ধর্ষকদের নিকট হাতিয়ে নিল ৪০ হাজার টাকা ধর্ষিতাকে থানায় না যেতে জীবন নাশের হুমকীর অভিযোগ উঠেছে।

ঘটনা সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল অনুমান সাড়ে ৪টায় ঘোড়াঘাট উপজেলার বানিয়াল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের কন্যা (২০) সে তার বাড়ী থেকে একই উপজেলার ঋষিঘাট গ্রামে তার বোনের বাড়ীতে যাচ্ছিল। এমতঃ সময় তার পতিমধ্যে সন্ধা হওয়ায় একই উপজেলার শীধল গ্রামের নওশা মিয়ার ছেলে শাহাদত মিয়া সহ ৫ জন নরপশু তাকে জাপটে ধরে শীধলগ্রামের পাশে চান্দাটিকর নামক স্যালো মিশেনের ঘরে ঢুকে রাত ভর পালাক্রমে ধর্ষন করে ছেড়ে দেয়। ওই ধর্ষিতা মেয়েটি গ্রামে এসে লোকজনকে তার ধর্ষনের কথা বলা বলি করলে তার গ্রামের মোনাজ্জল হোসেন নামের এক দালাল ও কামরুল নামের এক দালাল ঘোড়াঘাট থানার এক এস,আই কে ডেকে এনে ওই ধর্ষকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ৫জন ধর্ষকের নিকট ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ভাগ বাটোয়ারা করে নেয়। ওই দালালরা ধর্ষিতা মেয়েকে থানায় না যেতে জীবন নাশের হুমকী অব্যাহত রেখেছে। এ ব্যাপারে এলাকাবাসী ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েসের সরেজমিনে তদন্ত কামনা করেছেন।