
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট, দিনাজপুর ঃ দিনাজপুর ঘোড়াঘাটে প্রচন্ড খড়ায় মাটি ফেটে চৌচির, প্রচন্ড তাপ দাহে খড়া দেখা দিয়েছে। শুরু হয়েছে আমন ধানের চারা লাগানোর ভরা মৌসুম। বর্ষার ভরা মৌসুমে আমন ক্ষেত পানির অভাবে ফেটে চৌচির মাঠ। শ্রাবনের ১ম দিন থেকে গ্রাম অঞ্চলের কৃষকদের আমন ধান রোপনের সময় বলে ধরে নেয়া হয়। ঘোড়াঘাট উপজেলায় উঁচু জমির সংখ্যা বেশি হওয়ায় এখানকার কৃষকরা আষাঢ়ে আমন ধান রোপন করতে পারেনি। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে। যে টুকু জমিতে আমন ধান রোপন করেছে সে গুলো পানির অভাবে ফেটে যাচ্ছে। ১/২ সপ্তাহে বৃষ্টি পাত না হলে কৃষকেরা মারাক্ত ক্ষতির আশংকা করছে। আকাশে মেঘ দেখা দিলে বৃষ্টি নেই। প্রচন্ড রোদ গরমে অতিষ্ট হয়ে উঠেছে সাধারন মানুষ। দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। খরার কারনে দিনমজুর শ্রেণীর লোকজন চরম দুভোগ পোহাতে হচ্ছে। দুপুরে প্রচন্ড রোদ গরমে মাঠে কাজ করতে পারছেনা কৃষকেরা। হাজার হাজার একর আমন ক্ষেতের মাঠ শুকিয়ে গেছে। আমন ক্ষেতের পাতা শুকিয়ে গাঢ় হলুদ লালবর্ণের হয়েছে। আমন ক্ষেত বাঁচিয়ে রাখতে পানি সেচ উপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের। এই পরিস্থিতিতে কৃষকেরা এখন প্রকৃতির উপর নির্ভর করে আছে। কখন বৃষ্টি হবে।