
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) দিনাজপুর ঘোড়াঘাটে পুকুর পাড়ে মাটি দেয়াকে কেন্দ্র করে মারপিটে গুরুত্ব আহত আবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা, যায় সোমবার বিকাল সারে ৪ টায় ঘোড়াঘাট উপজেলার পাইক পাড়া মাঝিয়ান গ্রামের নুরুল ইসলাম (৪৫) তার বাড়ীর সামনে একটি পুকুরে মাছ পালন করে আসছে। বর্ষার মৌসুমে পুকুর ভরাট হয়ে পুকুর পাড় উপর দিয়ে পানি বেড়িয়ে যাই। ওই পুকুর পাড়ে পাশ্বের জমি একই গ্রামের গফুর মিয়ার জমি থেকে মাটি তুলে দেয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে গফুর মিয়া ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম কে মারপিট করে গুরুত্ব আহত করে। স্থায়ী লোক জন গুরুত্ব আহত অবস্থঅয় উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়। অবসত্মা অবনতি ঘটলে তাকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।