
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট, দিনাজপুর ঃ দিনাজপুর ঘোড়াঘাট পৌর সভা আগামী ৭ আগষ্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে আমেজে ঘোড়াঘাট পৌরসভার প্রতিটি গ্রামগঞ্জে বাড়ী-ঘরে আনাচে কাঁনাচে বাজারে প্রতিটি দেয়ালে গাছে বিভিন্ন ব্যানার ও বিলবোর্ড ছেয়ে গেছে। এরই মাঝে প্রথীরা বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট চাওয়া শুরু করেছে। মানুষের মাঝে গ্রামে গ্রামে চলছে ছোট খাটো উঠান বৈঠক। ভোটাদের চলছে প্রতিশ্র‘‘তির বন্যা।
এবারে গত বারের মত মেয়র প্রর্থীর হবে হাড্ডহাড্ডি লড়ায়। হোটেল রেসত্মরায় চা পানের দোকানে দৌড়ঝাঁপ। মেয়র পদে ১আওয়ামীলীগ সমর্থিত ১ জন, বিএনপির সমর্থিত ১জন, জাতীয় পাটি সমর্থিত ১ জন, সাম্যবাদী দলের সমর্থিত ১ জন ও স্বতন্ত্র প্রার্থী ৮ জন। মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী, বিএনপির সমর্থিত প্রার্থী সাবেক মেয়র মোঃ আব্দুল ছাত্তার মিলন, জাতীয় পাটি সমর্থিত প্রার্থী রাজু আহম্মেদ, সাম্যবাদী দলের মনোনীত প্রার্থী মোঃ আশরাফ উদ্দিন, বরজাহান মিয়া (স্বতন্ত্র) মোঃ ইয়াদ আলী নাহিদ,(স্বতন্ত্র) সাবেক মেয়র মোঃ দেলজার হোসেন বিলু (স্বতন্ত্র) সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), আব্দুল মান্নান সরকার (স্বতন্ত্র), মোঃ আমিনুল ইসলাম (স্বতন্ত্র),মোঃ তফছিরুল আলম (স্বতন্ত্র), আশিক ইকবাল (স্বতন্ত্র)। কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থীর মধ্যে পুরুষ কাউন্সিলর পদে ৪৮ ও মহিলা কাউন্সিলর পদে ১৩ জন । ঘোড়াঘাট পৌর সভায় মোট ভোটার ১৭ হাজার ১৯৭ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৫২ ও মহিলা ভোটর ৮ হাজার ৬৪৫জন।