ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ ঘোড়াঘাটে মৎস্য অধিদপ্ততর আয়োজিত প্রকৃত জেলেদের মাঝে পরিচয় বিতরণ করা হয়েছে।
উপজেলা ভাইসচেয়ারম্যান উপস্থিত থেকে রোববার উপজেলা পরিষদ হলরুমে প্রকৃত জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইসচেয়ারম্যান রুশিনা সরেন । স্বগত বক্তব্য রাখেন মৎস কর্মকর্তা আব্দুলস্না আকন্দ। আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, সমবায় অফিসার বেনজির আহাম্মেদ,সাংবাদিক ফরিদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের অধীন ঘোড়াঘাট উপজেলায় ৫১৮ জন প্রকৃত জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।